সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজীতে ডাকাত-পুলিশ গোলাগুলিতে এক পুলিশ উপপরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় নুরুল হুদা প্রকাশ হুদন (৩৫) ও নজরুল ইসলাম স্বপন (২৮) নামে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১টি এলজি ও ২ রাউন্ড বন্দুকের কার্তুজ ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের উপর হামলার ঘটনায় ও অস্ত্র আইনে সোনাগাজী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, গতকাল দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আমিরাবাদ ইউনিয়নের সফরপুরে পুলিশের একটি দল অভিযানে যায়। এসময় ঘটনাস্থলের কাছাকাছি গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল পুলিশের উপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে নুরুল হুদা ও নজরুল ইসলাম স্বপন নামে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। গ্রেফতারকৃত ডাকাত হুদা প্রকাশ হুদন দাগনভুঞার সেকান্তরপুর গ্রামের নুরুল আমিনের ও স্বপন ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. ইলিয়াছের ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এসময় ডাকাতের হামলায় থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সেলিম জামান সরকার, এএসআই খলিলুর রহমান, মোঃ নাছির উদ্দিন, কনস্টেবল আবদুল মান্নান, মোঃ আল মামুন,আবদুর রহিম, মোহাম্মদ শাহজাহান আহত হন। গুলিবিদ্ধ ডাকাতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা ফেনী সদর হাসপাতাল ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশীদ বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ডাকাত দলের বাকী সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।