সদর প্রতিনিধি-আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা আওয়ামীলীগ। শনিবার ুপুরে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন স¤পাক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারন স¤পাদক এড. নুর হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও াগনভূঞা উপজেলা পরিষরে চেয়ারম্যান দিদারুল কবির রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, সাধারন স¤পাদক করিম উল্যাহ আজাদ, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ প্রমুখ। সভায় নেতৃবৃন্দকে আগামী নির্বাচনে লীয় প্রার্থীরে বিজয়ী করে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান নিজাম উদ্দিন হাজারী এমপি।