সদর প্রতিনিধি- ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এস আলীর পিতা শফি উল্লাহ (৮২) রবিবার সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিন ফরহাদ নগর গ্রামের মাহান আলী ভূঁইয়া বাড়িতে ইন্তেকাল করেছেন। বিকাল ৪ টায় খানে মিঝি জামে মসজিদ সংলগ্ন মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামছুল হক। এসময় ফারুকিয়া মাদরাসার সহ-সুপার ফজলুল করিম কালাম, ২নং ওয়ার্ড সদস্য আকতার আজিম বাদশা, ৩নং ওয়ার্ড সদস্য বছির আহম্মদ, ৬নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন, সাবেক ২ নং ওয়ার্ড সদস্য আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ৪ ছেলে, ১ মেয়ে, আত্বীয় স্বজন ও শুভাকাংখিসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন তিনি।