শহর প্রতিনিধি-ফেনী ফালাহিয়া মাদ্রাসায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
মেলায় প্রধান আলোচক ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাইফুদ্দিন শাহ। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, মাদ্রাসা গর্ভনিং বডির সদস্য আবু ইউসুফ, মফিজ খান। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ ফারুক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হক।
মেলায় ১২টি স্টলে ফেনী ফালাহিয়া মাদ্রাসা, সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, আমুভূক্রার হাট াখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তারে উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প উপ¯’াপন করছে। বুধবার সমাপনীর অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে মেলা সমাপ্ত হবে।