ফুলগাজী প্রতিনিধি-ফুলগাজীতে ইভটিজিং,মাদক,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার দরবারপুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, জাসদ সভাপতি আবুল খায়ের।সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।