ফুলগাজী প্রতিনিধি- ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার সন্ধ্যায় ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহা সড়কের মুন্সীরহাট কুতুবপুর রাস্তার মাথা নামকস্থানে এ দুর্ঘটনায় ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ।সে শাওন ডিসের লাইন ম্যান বলে জানা গেছে।
নিহতের ভগ্নিপতি নুরুল আমিন শাওন জানান,মাহমুদ মোটরসাইকেল নিয়ে ওই সময় মুন্সীরহাট কুতুবপুর রাস্তা থেকে ফেনী পরশুরাম সড়কে উঠার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মাহমুদ শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দী গ্রামের বাসিন্দা।