ফেনী
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৮
, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেনীতে অনলাইন বিজনেস কর্মশালা

 

শহর প্রতিনিধি-ফেনীতে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে অনলাইন বিজনেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের একটি মিলনায়তনে ব্যতিক্রমি এ ওয়ার্কসপের আয়োজন করে উদ্যোক্তাদের সংগঠন ‘দেখা হবে বিজয়ে’। ‘স্বপ্ন সাজাই দেশের জন্য’ এর সহযোগীতায় ওয়ার্কসপে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী।

বিশেষ অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক (অর্থ) জামাল উদ্দিন। আপন ইভেন্টসের পরিচালক শরিফুল ইসলাম অপুর পরিচালনায় উদ্যোক্তাদের লক্ষ্য ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন  সফল নারী উদ্যোক্তা হুর নুসরাতের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুুসরাত লোপা।


জামাল উদ্দিন ব্যবসাকে একটি সেবা হিসেবে উল্লেখ্য করে তিনি বলেছেন, সততা-নিষ্ঠা ও কমিটমেন্ট ঠিক রাখলে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষেও অনেক দুর এগিয়ে যাওয়া সম্ভব। তিনি তার ব্যবসায়িক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।


রোকেয়া প্রাচী বলেছেন, একটি দেশের সচচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তরুন প্রজন্ম। তরুনদের এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তথ্য প্রযুক্তি। সময় এখন প্রযুক্তির, কাজেই এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তরুণরাই পারে সমাজ পরিবর্তন করতে। স্বপ্ন দেখতে হবে। স্বপ্নবীহিন মানুষ অন্ধ। প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুন সমাজকে আমাদেও দেশসেবায় এগিয়ে আসতে হবে। আমার ‘স্বপ্ন সাজাই’নামের সংগঠনটি সে লক্ষেই কাজ করছে সারা দেশব্যাপি। আশা করছি নিজ জেলা ফেনীর তরুনপ্রজন্ম এ কাজে এগিয়ে আসবে। যে কোনো ভালো কাজের পাশাপাশি এসব বিষয়ে ‘স্বপ্ন সাজাই’ এর পক্ষ থেকে সর্বদা সহযোগিতা থাকবে।


কর্মশালায় প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণী উদ্যোক্তা অংশ নেন। শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সাটিংফিকেট তুলে দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo