শহর প্রতিনিধি-ফেনীতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে ক্বারীদের কোরআন তেলাওয়াতে স্রোতারা মুগ্ধ হয়েছেন। বুধবার বাদ যোহর থেকে শহরের মিজান ময়দানে আয়োজিত সম্মেলনে মিশর, ইন্দোনোশিয়া, ইরাক, ভারত, তানজানিয়া, পাকিস্তানের প্রখ্যাত ক্বারীগন ছাড়াও দেশের ৯জন প্রখ্যাত ক্বারী অংশ নয়। শীত উপেক্ষা করে কানায় কানায় দর্শকপূর্ণ হয়ে যায় ময়দান। পবিত্র কোরআন তেলাওয়াত চলে গভীর রাত অবধি।
সম্মেলনে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ক্বিরাত বিভাগের ডিন ক্বারী শায়খ সালমান হালিফাভী, শায়খ র’ফাত হোসাইন, তানজানিয়ার ক্বারী শায়খ রেজা আইয়ুব, পাকিস্তানের ক্বারী শায়খ ইবরাহীম কাসী, ক্বারী শায়খ আনয়ারুল হাসান শাহ, দারুল উলুম দেওবন্দ ভারতের ক্বারী আবদুর রউফ, ক্বারী মুহাম্মদ আলী খান, ক্বারী ইউনুস আলী খান, ইরাকের ক্বারী শায়খ হামেদ শাকের নেজাদ, ইন্দোনেশিয়াল ক্বারী মুমিন আইনুল মুবারক। এছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিকমানের ৭ জন কৃতি ক্বারী ক্বারী মোস্তাফিজুর রহমান, ক্বারী মাওলানা জহিরুল হক, ক্বারী মানযুর বিন মোস্তফা, ক্বারী আমজাদ হোসেন, ক্বারী আনোয়ার হুসাইন, ক্বারী সাঈদুল ইসলাম আসাদ ও শিশু ক্বারী আবু রাইহান পবিত্র কুরআন তিলাওয়াত করেন।
প্রধান মেহমান ছিলেন ওলামা বাজার দারুল উলুম আল-হোসাইনিয়া মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব। বিশেষ মেহমান ছিলেন লস্করহাট জামেয়া রশিদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি শহীদুল্লাহ,ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফকিহ মাওলানা আবদুল হান্নান, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ তৈয়্যব।