ফেনী
শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০৪
, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনীতে আ’লীগের অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় রাজনৈতিক ফায়দা হাসিলের মামলা

 

 

ঢাকা অফিস-ফেনীতে আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলে সিসিটিভি নিয়ন্ত্রণাধীন স্থানে ছাত্রলীগ নেতা শাকিল  নিহতের ঘটনায় উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশলের অংশ হিসেবে ফেনী পৌর বিএনপি সভাপতি আলাল উদ্দিন আলালসহ যুবদল ও ছাত্রদলের ২১ নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও রাজনৈতিক ফায়দা হাসিলের মামলা দায়েরের ন্যাক্কারজনক ঘটনায় দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করেন রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় জহিরিয়া মসজিদের পিছনে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে খুন হয় ছাত্রলীগ নেতা শাকিল।এ ঘটনায় শাকিলের পিতা হুমায়ুন কবীর বাদী হয়ে  বিএনপি,যুবদল ও ছাত্রদলের ২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার রাতে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!