ফেনী
বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩২
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেনীতে ইংরেজী শিক্ষায় ভূমিকা রাখছে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল

 

কথা ডেস্ক-ফেনীতে ইংরেজী শিক্ষায় ভূমিকা রেখে আসছে ইংলিশ ক্যারিকুলামে পরিচালিত স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল ।

এছাড়া শিক্ষার্থীদের ইংরেজীতে দক্ষ করে গড়ে  তুলতে প্রতিষ্ঠানটির অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও পরিচালনা পরিষদ নিরলস ভাবে কাজ করছে।
সুত্র জানায়, ২০০৭ সালে জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ফেনীতে ইংরেজি মাধ্যমে সুশিক্ষার প্রসারের উদ্দেশ্যে এ ইংলিশ মিডিয়াম (ভার্সন) স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের ইংরেজীর প্রতি ভীতি দূর করে তাদের পাঠদানকে আকর্ষনীয় করে এবং শ্রেণীকক্ষে পরস্পরের মধ্যে ইংরেজীতে কথা বলার চর্চা করানোর মাধ্যমে দক্ষ করে তুলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। ‘শুধু পাশ করার জন্য নয়, প্রকৃত শিক্ষায় জীবন গঠনই মূল লক্ষ্য’ এ আদর্শকে সামনে নিয়ে বিজ্ঞান ভিত্তিক শিশু শিক্ষা বিকাশে ভূমিকা রাখছে স্টার লাইন স্প্রাউট  ইন্টারন্যাশনাল স্কুল।
আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গুণগত মান স¤পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে মেধাবী ও পরিশ্রমী শিক্ষক এবং দক্ষ পরিচালনা পর্ষদের সমন্বয়ে পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোতে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশসহ জিপিএ-৫ অর্জন করেছে। পিএসসিতে ফেনী জেলায় ২য় স্থান অধিকার অর্জন করে এ স্কুলের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ সাজিদ রেজা চৌধুরী। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় এ স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সক্ষমতা বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। ২০১৬ সালে অনুষ্ঠিত এফপিএল ফিউচার ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনালে রানার্স আপ হয় স্টার লাইন ¯প্রাউট ইন্টারন্যাশনাল ক্রিকেট দল।
নিজস্ব স্থায়ী ক্যা¤পাসে বর্তমানে মর্নিং ও ডে দুটি শিফটে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটির রয়েছে ২১জন অভিজ্ঞ শিক্ষক ও ৩৬৫জন শিক্ষার্থী। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে খেলাধুলার সামগ্রী সজ্জিত মাঠ, শ্রেনীকক্ষে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা। ফুলের বাগানে সুসজ্জিত সুবিশাল ক্যাম্পাসে রয়েছে ক্লাস উপযোগী সরঞ্জাম, কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব, প্রজেক্টরের মাধ্যমে শ্রেনীকক্ষে পাঠদান, ডিবেটিং ক্লাব, বিষয়ভিত্তিক শিক্ষক।
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সন্তোষ রঞ্জন নাথের তত্ত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার দ্বারা পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ও সিসি ক্যামেরা দ্বারা সকল শ্রেনীকক্ষ ও ক্যাম্পাস নিয়মিত মনিটরিং করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবকরা শিক্ষার্থীদের উপস্থিতি/ অনুপস্থিত এবং শিক্ষা কার্যক্রম সংক্রান্ত সকল কিছু জানতে পারে। স্কুলটির সভাপতির দায়িত্ব পালন করছেন ফেনী পৌর মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo