ফেনীতে ৭ হাজার দুই’শ পিস ইয়াবা সহ শাহেদা আক্তার প্রকাশ খুশু বেগম (৫০) ও আজগর আলী (২৭) নামে মা-ছেলেকে আটক করেছে পুলিশ।রোববার দুপুরে শহরতলীর লালপুল থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ এন এম. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে অভিযান পরিচালনা করে। এ সময় ফুটওভার ব্রীজের নিচে থেকে কুমিল্লার মালিখিল গ্রামের রব সেক্রেটারী বাড়ীর মৃত আবদুল মতিনের স্ত্রী শাহেদা আক্তার প্রকাশ খুশু বেগম ও ছেলে আজগর আলীকে আটক করা হয়।পরে তাদের তল্লাশী করে ৭ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।