শহর প্রতিনিধি-ফেনীতে ঈদুল আযহা পালিত হয়েছে।শনিবার সকালে শহরের মিজান ময়দানে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন ।জামাতে ইমামতি করেন ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস মাহমুদুল হাসান।এছাড়া শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।পরে কোরবানীর পশু জবাই করা হয়।