ফেনী
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫
, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেনীতে এমপি রহিম উল্লাহর এপিএসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

 

সোনাগাজী প্রতিনিধি-ফেনী-৩  আসনের স্বতন্ত এমপি রহিম উল্যাাহ’র এপিএস জুলফিকার মাসুদের বিরুদ্ধে চাকুরী দেওয়ার নাম দিয়ে প্রতারণার মাধ্যমে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের রাগবপুর গ্রামের দিন মজুর কামাল উদ্দিনের ছেলে জয়নাল আবেদিনকে সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী পদে চাকুরী দেয়ার নাম দিয়ে ২০১৬ সালে বিভিন্ন ভাবে সাংসদ রহিম উল্যাাহ’র এপিএস জুলফিকার মাসুদ প্রতারণার মাধ্যমে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ দিন যাবত জয়নাল আবেদিনের চাকুরী না হওয়ায় মাসুদের কাছে কামাল উদ্দিন টাকা ফেরত চাইলে সে আজ দিবে কাল দিবে বলে সময় ক্ষেপণ করতে থাকে। এ ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত সোমবার রাতে সোনাগাজী মডেল থানায় এপিএস জুলফিকার মাসুদসহ তিনজনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির অর্থ আত্মসাতের অভিযোগে এপিএস মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদের বিরুদ্ধে থানায় আরও ৫-৬ জন লোক চাকুরী দেয়ার নাম দিয়ে অর্থ আত্মসাতে অভিযোগ করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo