ফেনী
বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেনীতে এসএসসির নির্বাচনী পরীক্ষায় জিলা স্কুলের সবাই ফেল!

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে এসএসসির নির্বাচনী পরীক্ষায় জিলা স্কুলের সবাই ফেল করেছে। তাদের পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পূরণে জনপ্রতি তিনগুন বাড়তি ফি আদায় করার অভিযোগ উঠেছে। এজন্য শিক্ষার্থীদের গুনতে হয়েছে ৫ হাজার ৮শ টাকা।এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।


সূত্র জানায়,ফেনী শহরের এসএসকে রোডস্থ  জিলা স্কুল থেকে এসএসসি ও জেএসসি পরীক্ষার অনুমতি না থাকায় ফেনী মডেল হাই স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। আসন্ন ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী জিলা স্কুলের ১১ জন শিক্ষার্থী মডেল হাই স্কুলের নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে একাধিক বিষয়ে ফেল করে। বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, মানবিক বিভাগ থেকে ৪ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪ জন নির্বাচনী পরীক্ষার ফলাফলে প্রত্যেক শিক্ষার্থী ৫-৬ বিষয়ে অকৃতকার্য হয়। একাধিক বিষয়ে ফেল করায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানায়, মাসে ৫শ টাকা বেতন নেওয়ার পরও নিয়মিত পাঠদান ও দক্ষ শিক্ষক না থাকায় পরীক্ষার্থীরা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এসব বিষয়ে পরিচালনা কমিটিকে একাধিকবার অবহিত করা হলেও কোন ফল হয়নি।

ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ফি’র চেয়ে তিনগুণ ফি নেওয়া হয়েছে। জোনায়েদ নামের এক শিক্ষার্থীর মামা ইকবাল হোসেন প্রতিবাদ করায় তার ফরম পূরনের সুযোগ দেননি স্কুল কর্তৃপক্ষ। এতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না জোনায়েদ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo