ফেনী
বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৩
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেনীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 

শহর প্রতিনিধি-ফেনীতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং ফোরাম ফেনীর আয়োজনে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়,ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাইফুদ্দিন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন,ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি রবিউল হক রবি,ফেনী পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক আইনুল কবীর শামীম।

22883261_1468508496565875_1499135025_n

সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাওছারের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম,সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী,ট্রাফিক পরিদর্শক মীর গোলাম ফারুক,ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি রফিকুল ইসলাম,পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু,বাহার উদ্দিন বাহার,কহিনুর আলম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার,মজিবুল হক রিপন,হারুন অর রশীদ মজুমদার প্রমুখ।

দিবসটি উপলক্ষে  সন্ধ্যায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

22788957_943025909168542_5249910708560997872_n

এর আগে ফেনী মডেল থানা পুলিশের উদ্যোগে শহরে র‍্যালী বের করা হয়।র‍্যালীটি মডেল থানা প্রবেশদ্বার থেকে শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে আলোচনা সভায় মিলিত হয়।

এছাড়া বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo