ফেনী
শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৯
, ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনীতে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুনী ও দুই সংগঠনকে সম্মাননা

শহর প্রতিনিধি: ফেনীতে দৈনিক ‘কালের কন্ঠে’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন বিশিষ্ট ব্যক্তি ও দুই সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী।

প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরের জামান চৌধুরী, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, নারী উদ্যোক্তা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মহিনুর জাহান লাবনী। এ সময় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাব (একাংশ) সভাপতি মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, সাবেক সভাপতি রবিউল হক রবি, কবি ও গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ‘কালের কন্ঠ’ শুভসংঘ ফেনী শাখার সভাপতি ইমন উল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা।

feni 2

অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল কুদ্দুস লিমিডিটেড এর সৌজন্যে শিক্ষায় জাকারিয়া মহিউদ্দিন (প্রাক্তণ প্রধান শিক্ষক- বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়), সমাজসেবায় সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর (ফেনী সদর হাসপাতালসহ জেলার স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতিস্বরুপ), মো. নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি/ ভূমি সেবা খাতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রচেষ্টার স্বীকৃতিস্বরুপ), সেরা সাংস্কৃতিক প্রতিষ্ঠান পূবালী সাংস্কৃতিক কেন্দ্র ও সম্ভাবনাময় স্বেচ্ছাসেবী সংগঠন “সহায়” সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে সহায়তা করেন ‘শুভসংঘে’র সদস্যরা। অনুষ্ঠানে ফেনীর ক্ষুদে কারাতে কন্যা মুন্নীকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!