ফেনী
বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৪
, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনীতে কালের কন্ঠের আয়োজনে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

শহর প্রতিনিধি-ফেনীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত তরুণ সাংবাদিকদের নিয়ে অর্ধ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ডক্টরস্ রিক্রিয়েশন ক্লাবে দৈনিক কালের কন্ঠ ও শুভ সংঘের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী।

দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সময় টিভির ফেনী ব্যুরো ইনচার্জ বখতেয়ার ইসলাম মুন্না।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর।এতে   বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, ডিবিসি প্রতিনিধি আবু তাহের ভূঞা, অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনী’র সম্পাদক ও ফেনী জবস’র সিইও রাশেদুল হাসান, দৈনিক কালের কন্ঠের পাঠক সংগঠন শুভসংঘের সভাপতি ইমন উল হক।মিডিয়া পার্টনার ছিল নতুন ফেনী।এতে ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!