ফেনী
শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৯
, ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেনীতে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে এসএসসি ৯৫ ব্যাচ

 

শহর প্রতিনিধি-ফেনীতে ক্যান্সার আক্রান্ত তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামকে ৬০ হাজার টাকা চিকিৎসা সহযোগিতা দিয়েছে এসএসসি ৯৫ ব্যাচ । মঙ্গলবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরার দপ্তরে অসুস্থ শিক্ষকের পরিবারের হাতে সংগঠনটির পক্ষ থেকে চেক হস্তান্তর করা হয়। এ সময় তিনি বলেন, দশজনের প্রচেষ্টায় কঠিন কাজ সহজ হয়। যারা মহতি কাজে নিজেদের সম্পৃক্ত করেন তাদের প্রয়োজনে অন্য মানুষরা এগিয়ে আসে।
এ সময় সদর উপজেলা শিক্ষা অফিসার মো: ইউছুপ,সংগঠনটির পক্ষে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারাহ দিবা খানম, পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তার, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন্নাহার লিপি, রামপুর হাজি সামছুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশেক এলাহী, শান্তি নিকেতন ক্যাডেট ইন্সটিটিউটের সিনিয়র শিক্ষক শারমীন শাহীনস,জেবল হক,শামীম, হারুন হাজারী, মাহমুদুল হক দোলন, এম জুলফিকার রিয়াদ, আরিফুল আমিন রিজভী প্রমূখ উপস্থিত ছিলেন ।

সংগঠনের সদস্য ফারাহ দিবা বলেন, একজন মানুষ হিসেবে নৈতিকতার জায়গা থেকে আমরা এগিয়ে এসেছি। সমাজের স্বচ্ছল মানুষরা যদি সহযোগিতার হাত বাড়ায় তবে কোন মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হবে না।
সংগঠনটির সদস্য জেবল হক জানান, প্রাথমিকভাবে শিক্ষক রফিকুল ইসলামের চিকিৎসার্থে ষাট হাজার টাকা দেয়া হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনে আরও সহযোগিতা চেষ্টা থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo