শহর প্রতিনিধি-রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে চারদিনের সফরে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকালে ঢাকার গুলশানের নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করে দুপুরে ফেনী পৌঁছানোর কথা থাকলেও যাত্রা পথে বিলম্বের কারণে সন্ধ্যা ৫টার দিকে মহিপাল সার্কিট হাউজে পৌঁছান তিনি। দলের চেয়ারপারসনের আগমন ঘিরে গত দুইদিন ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা বিরাজ করছিল। খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতে তাকে স্বাগত জানাতে শনিবার দুপুর থেকেই মহিপাল সার্কিট হাউজ এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। দিনভর অপেক্ষা শেষে সন্ধ্যায় দলীয় নেত্রীকে কাছে পেয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা দেয়।
শনিবার বিকালে খালেদা জিয়া মহিপাল সার্কিট হাউজে পৌঁছালে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। সোয়া একঘন্টা সার্কিট হাউজে বিশ্রাম শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে সার্কিট হাউজ ত্যাগ করেন তিনি। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, বরকত উল্লা ভুলু, ড. খোন্দকার মোশারফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু,জয়নাল আবেদীন ভিপি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, মশিউর রহমান বিপ্লব,জেলা বিএনপির ভারপাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের,সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।