ফেনীতে গুম ও হত্যার শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপন ও নাজিমের পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত এ উপহার পৌঁছে দেন।
এসময় জেলা যুবদল সহ-সভাপতি হাসানুজ্জান শাহাদাত, প্রচার সম্পাদক, ফখরুউদ্দিন ভুঁইয়া, দপ্তর সম্পাদক আল ইমরান, ক্রীড়া সম্পাদক সৈয়দ বাবু, সহ-ক্রীড়া সম্পাদক বেলায়েত হোসেন টিটু,সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমন ও লুৎফর রহমান রতন, যোগাযোগ সম্পাদক কাজী নজরুল ইসলাম, শিল্প সম্পাদক মুন্সী কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন রোমেন ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত জানান, আওয়ামী দুঃশাসনে গুম, খুন, পংগু থাকা ৭০টি পরিবারকে পর্যায়ক্রমে ঈদ উপহার পৌঁছে দেয়া হবে।