শহর প্রতিনিধি-বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কারাদন্ড প্রদান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
রবিবার সকালে শহরের এসএসকে সড়কের ইসলামপুর রাস্তার মাথা থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এসময় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাহউদ্দিন মামুন,সদর উপজেলা আহ্বায়ক মনজুর হোসেন,যুগ্ন-আহ্বায়ক করিমুল হক সুমন,মোটবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন,পৌর ছাত্রদল নেতা সুমন,সূর্য্য,সোহাগ,জাবেদ,মিরাজ,ফেনী সরকারী কলেজ ছাত্রদল নেতা হামিদ বেগ,রায়হান,নিরানসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।