স্টাফ রিপোর্টার-ফেনীতে নাশকতাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জেলা ছাত্রদলের (একাংশ) প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত,ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার পৃথক অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি হারুন উর রশিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।