শহর প্রতিনিধি- দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ফেনীতে মহাসড়ক ব্যারিকেড দেয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশের লাতু মিয়া ব্রিকফিল্ড সংলগ্ন স্থানে গাছের গুটি পেলিয়ে ব্যারিকেড দেয়ার চেষ্টা করে তারা।
এসময় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে।পরে পুলিশ আসার আগেই ছাত্রদল কর্মীরা সরে যায়।
এ ব্যপারে হাইওয়ে থানার ওসি মো:আব্দুল আওয়াল জানান, এ ধরণের কোন ঘটনা ঘটেনি।