কথা ডেস্ক-ফেনীতে খালেদা জিয়ার যাত্রা বিরতীকালে শহরের এসএসকে রোডসহ বিভিন্ন স্থানে ছাত্রলীগের হামলায় আহত নেতাকর্মীদের সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তাদের খোঁজখবর নেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার।
এসময় জেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক ইসমাল হোসেন ভুঞা, ফেনী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন, শহর ছাত্রদল এক্টিভিস্ট মিরাজ উদ্দিন, আবু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জিয়া উদ্দিন মিষ্টার জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্বিচারে ও নির্দয়ভাবে হামলা করে। হামলায় ফেনী সদরের মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামের জালাল আহমেদের ছেলে ছাত্রদল কর্মী কাউসার আহমেদ ও সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের রেজাউল হকের পুত্র জিয়াউর রহমান গুরুতর আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।