ফেনী
সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০০
, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনীতে ছাত্রলীগ নেতা হত্যার দুই দিন পর বিএনপি নেতা আলালসহ যুবদল ও ছাত্রদলের ২১ নেতাকর্মীর নামে মামলা

 

শহর প্রতিনিধি-ফেনীতে ছাত্রলীগ নেতা শাকিল হত্যার দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে।শনিবার সন্ধ্যায় শাকিলের বাবা হুমায়ুন কবির বাদি হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল,জেলা কৃষকদলের সভাপতি আলমগীর চৌধুরী,জেলা ছাত্রদল সভাপতি নাঈম উল্যাহ চৌধুরী বরাত,যুবদল নেতা জাহিদ হোসেন বাবলু,ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারি,শরিফুল ইসলাম রাসেলসহ ২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামী করা হয়েছে।এ ঘটনায় খবির আহম্মদ (৫০) ও শরিফুল ইসলাম (২০) নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন,আমান উদ্দিন কায়সার সাব্বির(৩৬),ভিপি বেলাল(৪০),নুরুল ইসলাম (৪১), জাহিদ ইমন(২৩) ইব্রাহিম পাটোয়ারী প্রকাশ ইবু পাটোয়ারী (২২)পূর্ব ডাক্তার পাড়া রায়হান (২৩),বিজয়(২২), মোঃ শুভ(২৮),আশ্রাফ জাহান সৈকত(২৪)মোঃ রনি(৩৪),ইয়াকুব নবী(৪৫),রানা(২৮),দেলোয়ার হোসেন দেলু(৪০)পিচ্ছি শাহজাহান(৪৫),নাদিম(২৪)সহ অজ্ঞাত আরো ৩০/৪০ জন।
উল্লেখ্য  বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্যাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে দুর্বত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।প্রথমে  ফেনী সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই সে মারা যায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!