শহর প্রতিনিধি-ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়া দারুল উলুম মাদ্রাসার এগার বছর বয়সী এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক তৌহিদুল ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ ।বুধবার বিকালে ওই মাদ্রসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে অউলিশ।সে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে ।
পুলিশ সুত্র জানায়, বুধবার ভোর ৫টার দিকে শিক্ষক তৌহিদুল ইসলাম কৌশলে আবাসিকের এক ছাত্রকে ডেকে নিয়ে জোর পূর্বক বলাৎকার করে। পরে বিষয়টি জানাজানি হলে ওইদিন রাতে ছাত্রটির মামা রমজান আলী বাদী হয়ে শিক্ষক তৌহিদুল ইসলামকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।