শহর প্রতিনিধি-ফেনীতে চুরি, ছিনতাই,ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা শুভ (২৪)কে পুলিশে দিলো নিজাম উদ্দিন হাজারী এমপি।সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাকে খবর দিয়ে আটক করে ফেনী মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে এমপি ।
শহরের ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক ও ফেনী পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পিটু বাহিনীর প্রধান ত্রাস হিসেবে পরিচিত শুভ ।সে দাগনভূইয়া সিলোনিয়া চৌধুরী বাড়ির সফি উল্যাহ ফিরোজের ছেলে।
তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় চুরি, ছিনতাই,ডাকাতি,ইভটিজিং ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৪ টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় পিটু বাহিনী নামের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে।যার সেকেন্ড ইন কমান্ড হলো শুভ।তার নেতৃত্বে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার,পাঠান বাড়ি রোড, মনির উদ্দিন সড়ক ও দারোগাবাড়ী এলাকায় ছিনতাই,চুরি, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত হয়।সোমবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নিজাম উদ্দিন হাজারী তাকে খবর দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় একটি সুত্র জানায়,কাউন্সিলর আমির হোসেন বাহার নিজ ওয়ার্ডে দলীয় অবস্থান শক্ত করার অযুহাত দেখিয়ে পিটু বাহিনীকে খারাপ কাজে ব্যবহার করে আসছে।ফলে পিটু ও শুভ এর নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনীর লোকজন চুরি, ছিনতাই,ডাকাতি,ইভটিজিং ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধ করে আসলেও কাউন্সিলর বাহার তাদের সহযোগিতা করে আসার কারনে এ বাহিনীর প্রধান পিটু, শুভ ও তাদের লোকজন আইনশখলা বাহিনীর হাত থেকে বেঁচে যায়।ফলে তারা আরো বেপরোয়া হয়ে উঠে।
এর আগে গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির উদ্দিন দারোগা বাড়ির মাসুদ নামে এক যুবকে কুপিয়ে জখম করে শুভ ।পরে তার পিতা মিন্টু মিয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে।