শহর প্রতিনিধি-ফেনীতে ছিনতাইয়ের ঘটনায় আজম নামের একজনকে অাটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না।
সোমবার রাতে পৌরসভার ১০নং ওয়ার্ডের মনির উদ্দিন সড়কে সংগঠিত ছিনতাইয়ের ঘটনায় ওই দিন রাতেই তাকে আটক করা হয়।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত সুত্র জানায়, ওইদিন রাত ৮টার দিকে মনির উদ্দিন সড়কের পাটোয়ারি ম্যানশনের সামনে পথচারি ফয়েজের পথ গতিরোধ কর কয়েকজন যুবক। এসময় তার হাতে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি তাৎক্ষনিক স্থানীয় কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্নাকে অবহিত করে।ভুক্তভোগী ফয়েজের দেয়া তথ্যমতে কাউন্সিলর মুন্না শান্তি কোম্পানী রোডের ভাড়াটিয়া আজমকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনায় অপর জড়িত নাজির রোড এলাকার সাজু, মনজু ও রাসেলের নাম প্রকাশ করে। পরবর্তীতে অাটক আজমকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়।ফেনী মডেল থানা পুলিশ অপরাপর জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।