শহর প্রতিনিধি-ফেনীতে জামায়াত-শিবির অধ্যুষিত আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মাদ্রাসা হলরুমে পৌর ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাবউদ্দিন মুন্না।এসময় ফেনী পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু,সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি,সাংগঠনিক সম্পাদক রেজাউল আহসান বাপ্পি,মেহেদী হাসান শুভসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কয়েকদিনের মধ্যেই ফালাহিয়া মাদ্রাসা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে বলে আয়োজক কমিটি জানান।
ছাত্রলীগের একটি সুত্র ফেনীর কথা ডটকমকে জানান,অনেকদিন ধরে ফালাহিয়া মাদ্রাসায় জামায়াত-শিবির একক আধিপত্য বজায় রেখে তাদের দলীয় কার্যক্রম চালিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সরকার বিরোধী মন মানসিকতায় গড়ে তুলছে।
এছাড়া মাদ্রাসাটিতে বসে সরকার পতনের লক্ষে নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করা হয়েছিল।যা এখনো অব্যাহত রয়েছে বলে সুত্রটির দাবী।