স্টাফ রিপোর্টার-কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনায় সারা দেশের ন্যায় ফেনীতে জয় বাংলা অনলাইন প্রচার টিমের কমিটি গঠন করা হয়েছে।রবিবার সন্ধ্যায় ফেনী পৌরসভা মিলনায়তনে এক পরিচিতি সভার মধ্য দিয়ে এ কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম।
জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রিন্টুর পরিচালনায় এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গঠিত কমিটিতে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জামাল উদ্দিনকে আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রিন্টুকে সদস্য সচিব করা হয়।
এছাড়া জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান,ফেনীর ছয় উপজেলা,ফেনী ও দাগনভুইয়া পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদকগনকে যুগ্ন আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট জয় বাংলা অনলাইন প্রচার টিমের কমিটি গঠন করা হয়।