ফেনী
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪২
, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

ফেনীতে দুই ইউপি চেয়ারম্যানের সমকামিতার কথোপকথন ভাইরাল!

ফেনীর ফুলগাজীতে দুই ইউপি চেয়ারম্যানের সমকামিতার অশ্লীল কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় উঠেছে।তবে ঘটনাটিকে সাজানো বলে দাবি করে জিডি করেছেন এক ইউপি চেয়ারম্যান।

সোমবার সকালে কয়েকটি ফেসবুক আইডি থেকে মুন্সির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ভূঞা ও দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদারের ছবি দিয়ে ওই ফোনালাপটি আপলোড দেয়া হয়।এরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ওই অডিওতে দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদারকে মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ভূঞার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শোনা যায়।
এঘটনায় দুই ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে তাদের শাস্তি দাবি করেছেন অনেকেই।

এদিকে অভিযোগের বিষয়ে চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার জানিয়েছেন, এটি একটি সাজানো নাটক।দলীয় বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ কন্ঠ নকল করে জয় বাংলা নামে ফেক আইডিতে ছেড়ে দেয়।বিষয়টি জানতে পেরে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।তবে অপর চেয়ারম্যান নুরুল আমিন ভূঞার বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘আমি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ওই অডিওর বিষয়ে জানতে পেরেছি।এ নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo