শহর প্রতিনিধি-ফেনী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলায় লেমুয়া স্কয়ার স্পোটিং ক্লাব ৫ উইকেটে ফেনী ক্রিকেট একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।সোমবার ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে সকালে প্রথমে টসে জিতে ফেনী ক্রিকেট একাডেমী ব্যাটিং করে ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে। পরে ব্যাট করতে নেমে স্কয়ার স্পোটিং ক্লাব লেমুয়া ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে ৫ উইকেটে জয় লাভ করে। স্কয়ার স্পোটিং ক্লাব লেমুয়ার খেলোয়াড রুমি ৩৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায়।
জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন।
জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার হোসেন ডালিমের পরিচালনায় বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
এসময় ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য আমজাদ হোসেন বিপ্লব, গোলাম রাব্বানী, হারুন অর রশিদ মজুমদার, মো. আজম চৌধুরী, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, মিজানুর রহমান হাজারী সজীব, প্রবীন ক্রীড়া সংগঠক বাবু র্যাধে শ্যাম পাল, গোলাম হায়দার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ ।