দীর্ঘ ১০ বছর পর ফেনীতে সকল বাধাবিপত্তি মোকাবিলা করে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য জয়নাল আবেদিন হাজারীর আগমনে নেতাকর্মীদের সমাবেশকে নতুন সূর্য উদিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার বিকালে ফেনী শহরের মাষ্টারপাড়াস্থ হাজারীর মুজিব উদ্যানে দলীয় নেতাকর্মীদের সমাবেশে বক্তব্য প্রদানকালে জয়নাল হাজারী এ মন্তব্য করেন।
এসময় বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রলীগ-যুবলীগের সাবেক সভাপতি আজহারুল হক আরজু।
এর আগে জয়নাল হাজারী নেতাকর্মী ও ভক্তদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কুশল বিনিময় করেন ও মা-বাবার কবর জেয়ারত করেন তিনি।
প্রসঙ্গতঃ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে জয়নাল হাজারী ফেনীতে আগমন করেন।