সদর প্রতিনিধি-ধান কাটার মধ্য দিয়ে ফেনীেতে শুরু হয়েছে নবান্ন উৎসব। বুধবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবান্ন উৎসব ও ধান কর্তন উপলক্ষে আলোচনায় সভার আযোজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড,খালেদ কামাল।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন,ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভূঁঞা। আলোচনা শেষে সদর উপজেলার কাজিরবাগ গ্রামে কৃষক যদু লাল বণিকের কৃষি জমির আমন ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের শুভসূচনা করেন অতিথিবৃন্দ।