শহর প্রতিনিধি-ফেনীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী,জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্বাঞ্জলী জানানো হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম,সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম,দপ্তর সম্পাদক শহীদ খন্দকার,সাংষ্কৃতি সম্পাদক বাহার উদ্দিন বাহার,সদর উপজেলা সাধারন সম্পাদক এডভোকেট নুর হোসেন,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশ্রাফুল আলম গিটার,জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক জালাল আহম্মদ হাজারী,জেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুম,সাধারন সম্পাদক আফরোজা আক্তারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শোক শোভাযাত্রা বের করে পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান,পুলিশ সুপার জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা প্রশাসক কুল প্রদীপ চাকমা,সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ উপস্থিত ছিলেন।