শহর প্রতিনিধি- ফেনীতে নিষিদ্ধ গাইড বই মজুদ রাখায় ফেনী শহরের কলেজ রোডের ফেনী লাইব্রেরি ও শিক্ষা বিপনীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুলতানা রাজিয়া এ জরিমানা করেন।
জানা যায়, সোমবার শহরের শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান সংলগ্ন ফেনী লাইব্রেরি ও শিক্ষাবিপনীতে হানা দেয় ভ্রাম্যমান আদালত। এসময় নিষিদ্ধ গাইড বই মজুদ ও বিক্রি করার অপরাধে ফেনী লাইব্রেরীকে ১ হাজার ও শিক্ষা বিপনীকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুলতানা রাজিয়া।