ফেনী
মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫
, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেনীতে পর্ণোগ্রাফি বিক্রির দায়ে ৬ জনের কারাদন্ড

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে  সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী পর্ণোগ্রাফি বিক্রয় রোধে বুধবার অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় শহরের রাজাঝির দিঘীর পাড়ে কম্পিউটারে পর্ণোগ্রাফি বিক্রয়ের দায়ে সাইদুল হক (২৮) কে ১৫ দিন, আনোয়ার হোসেন (২০) ১০ দিন, মো: দাউদ (২০) ১ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এ সময় তাদের কম্পিউটারে অসংখ্য পর্ণো ছবির ভিডিও পাওয়া যায়।

এছাড়াও শহীদ মার্কেট এর তৃতীয় তলার হিমেল মোবাইল এর ইয়াসিন আরাফাত (২৫) কে ৫ দিন, মহিপাল প্লাজার রাফি টেলিকম আনসার উদ্দিনককে (১৮) ১৫ দিন এবং চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলার জনি মোবাইলের রিয়াজুদ্দিনকে (২০) ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন আদালত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo