শহর প্রতিনিধি-ফেনীতে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।সোমবার বিকালে শহরের পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম।
সহকারী পুলিশ সুপার(হেডকোয়ার্টার)খালেদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল)উক্য সিং মারমা,সাবেক ডিআইজি মোস্তফা জামাল উদ্দিন,সাবেক পুলিশ সুপার ফারুক আহমেদ ও মেজর(অবঃ)মোঃ মীর।
এসময় সহকারী পুলিশ সুপার(বিশেষ)আমিনুল ইসলাম,সহকারী সুপার(সোনাগাজী-দাগনভুইয়া সার্কেল)জুনায়েত কাওছারসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ প্রশাসনে কর্মরত দুই মুক্তিযোদ্বা ও সাবেক কর্মরত ৩০ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।