ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৯
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

 
শহর প্রতিনিধি-ফেনীতে ছাত্রলীগ নেতা সাগর শর্মা  (২৬) ও জাকির হোসেন (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে
র‌্যাব-৭। রোববার  রাতে শহরের লালপোল ষ্টার লাইন পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে ৯৭৮ ফেন্সিডিল ও একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-৮৪৯৬) জব্দ করা হয়।

17349970_1378188382240217_6758951636884074082_o
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ীরা জব্দকৃত ফেন্সিডিলগুলো নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো।গ্রেফতারকৃত জাকির দাগনভূইয়া উপজেলার গণিপুর বকু মিয়ার বাড়ীর মৃত বজলের রহমানের ছেলে।

সাগর শর্মা  ওই এলাকার সুমন শর্মার ছেলে ও ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বলে জানা যায়।

উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ০৭ লক্ষ ৮২ হাজার ৪ শত টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা বলে দাবী করে র‌্যাব।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!