শহর প্রতিনিধি-শিক্ষা,শান্তি,প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম,ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,দাগনভুইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন,সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল,সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন,জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ,সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জসহ বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।