ফেনী
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬
, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

ফেনীতে বর্নাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে বর্নাঢ্য আয়োজনে এশিয়ান টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

এশিয়ান টিভির ফেনী দক্ষিণ প্রতিনিধি ও সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল(এনটিভি-জনকন্ঠ),শাহজালাল রতন(সমকাল),ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম(বাংলাভিশন),ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু(একাত্তর),সাধারন সম্পাদক জহিরুল হক মিলন(চ্যানেল নাইন),সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার(যুগান্তর),দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী।

26840672_10210841270093351_6084618369285744753_o

এসময় বিশিষ্ট কবি ইকবাল চৌধুরী,এশিয়ান টিভির ফেনী উত্তর প্রতিনিধি সৈয়দ কামাল,দৈনিক মানবকন্ঠের ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক এডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল,ফওজান গ্রুপের চেয়ারম্যান মোঃ ইউসুফ,নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান,দৈনিক বনিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার,দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার ও আজকালের খবরের ফেনী প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী,ফেনী রিপোর্ট সম্পাদক এসএম ইউসুফ আলী,দৈনিক সমকালের দাগনভুঁইয়া প্রতিনিধি ইমাম হাসান কচি,ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর,দৈনিক ফেনীর সময়ের পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু,আজকের সময় ডটকমের সম্পাদক এম শরীফ ভুইয়া,দৈনিক নয়াপয়গাম ব্যবস্থাপনা সম্পাদক সাদ্দাম হোসেন,ফুলগাজী প্রতিনিধি শাহাদাত হোসেন শাকা,ফেনী জেলা এনজিও ফেডারেশনের নির্বাহী সদস্য সচিব লিয়াকত আলী আরমান,সাপ্তাহিক নির্ভীকের ব্যবস্থাপনা সম্পাদক শামীম আনসারী,বার্তা সম্পাদক নাসির উদ্দিন,সহ সম্পাদক ইঞ্জিয়ার মোকাররম বিল্লাহসহ কর্মরত সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo