শহর প্রতিনিধি-ফেনীতে বর্নাঢ্য আয়োজনে এশিয়ান টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
এশিয়ান টিভির ফেনী দক্ষিণ প্রতিনিধি ও সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল(এনটিভি-জনকন্ঠ),শাহজালাল রতন(সমকাল),ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম(বাংলাভিশন),ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু(একাত্তর),সাধারন সম্পাদক জহিরুল হক মিলন(চ্যানেল নাইন),সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার(যুগান্তর),দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী।
এসময় বিশিষ্ট কবি ইকবাল চৌধুরী,এশিয়ান টিভির ফেনী উত্তর প্রতিনিধি সৈয়দ কামাল,দৈনিক মানবকন্ঠের ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক এডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল,ফওজান গ্রুপের চেয়ারম্যান মোঃ ইউসুফ,নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান,দৈনিক বনিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার,দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার ও আজকালের খবরের ফেনী প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী,ফেনী রিপোর্ট সম্পাদক এসএম ইউসুফ আলী,দৈনিক সমকালের দাগনভুঁইয়া প্রতিনিধি ইমাম হাসান কচি,ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর,দৈনিক ফেনীর সময়ের পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু,আজকের সময় ডটকমের সম্পাদক এম শরীফ ভুইয়া,দৈনিক নয়াপয়গাম ব্যবস্থাপনা সম্পাদক সাদ্দাম হোসেন,ফুলগাজী প্রতিনিধি শাহাদাত হোসেন শাকা,ফেনী জেলা এনজিও ফেডারেশনের নির্বাহী সদস্য সচিব লিয়াকত আলী আরমান,সাপ্তাহিক নির্ভীকের ব্যবস্থাপনা সম্পাদক শামীম আনসারী,বার্তা সম্পাদক নাসির উদ্দিন,সহ সম্পাদক ইঞ্জিয়ার মোকাররম বিল্লাহসহ কর্মরত সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।