স্টাফ রিপোর্টার-ফেনীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।গত দুই দিনে ফেনী সদর ও শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ।
সুত্র জানায়,৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতার আশংকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে
সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুপুর গ্রামের আবুল হোসেন ছেলে ইসরাফিল, ফাজিলপুর ইউনিয়নের মোস্তফার ছেলে সোহরাব হোসেন, কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরের আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম, মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুর গ্রামের আহসান উল্যার ছেলে আব্দুল কাদের, শর্শদি ইউনিয়নের রাস্তারখিল গ্রামের আব্দুল গফুরের ছেলে রহুল আমিন, ফতেহপুরের ইদ্রিস মিয়ার ছেলে সুমন, বারাহিপুরের আব্দুল মালেকের ছেলে আলী মর্তুজা, শহরের ফলেশ্বর এলাকার ইছহাক মজুমদারের ছেলে মো: ইসমাইল হোসেনকে গ্রেফতার করে।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান,গ্রেফতারকৃত বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরকে নাশকতার অভিযোগে গ্রেফতার করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদের অনেকের নামে থানায় মামলা রয়েছে।