শহর প্রতিনিধি-ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমানের আত্মার মাগফেরাত ও জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে ফেনী শহর যুবদলের উদ্যোগে শহরের একাডেমী জামে মসজিদে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান সাহাদাত, ভিপি হানিফ খান, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ্ চৌধুরী বরাত, শহর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, শহর যুবদল নেতা সিরাজ, এনাম, তানিম, হাসান, ফারুক, জেলা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।