শহর প্রতিনিধি-‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফেনী ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী,জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দেবময় দেওয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি মোশাররফ হোসেন ভূঁঞা, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম, সদস্য বাহার উদ্দিন বাহার, রাজিব খগেশ দত্ত, আবুুুল হাশেম প্রমুখ অংশ নেয়।