সদর প্রতিনিধি-ফেনীতে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহম্মদকে প্রান নাশের হুমকি দিয়েছে নিজ দলীয় ইউপি সদস্য ইয়াসিন মজুমদার সোহাগ।বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।এসময় অন্যান্য সদস্যদেরকেও প্রান নাশের হুমকি দেয় এ ইউপি সদস্য।
এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশ ইউপি সদস্য ইয়াসিন মজুমদার সোহাগকে বৃহস্পতিবার রাতে ইউনিয়নের পশ্চিম সোনাপুর এলাকার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে শনিবার ডাকাতি প্রস্তুতি মামলার সন্দেহজনক আসামী দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।সে ওই এলাকার এরফান আলীর ছেলে।
সুত্র জানায়,বেশ কিছুদিন ধরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভাগ বাটোয়ারা নিয়ে পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহম্মদের সাথে বিরোধ চলে আসছিল ১ নং ওয়ার্ড সদস্য ইয়াসিন মজুমদার সোহাগের ।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের সাথে ইউনিয়ন পরিষদে বিতণ্ডা শুরু করে সদস্য ইয়াসিন মজুমদার সোহাগ।এতে অন্যান্য সদস্যরা প্রতিবাদ জানালে ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মদ সোহাগ ও অন্যান্য সদস্যদেরকেও প্রান নাশের হুমকি দেয় ইয়াসিন মজুমদার।এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকালে দলীয় লোকজন নিয়ে সোনাপুরে এ ইউপি সদস্যের বাড়িতে গিয়ে তাকে খোঁজ করে আসে চেয়ারম্যান ।তখন সে বাড়িতে ছিলনা।পরে এ খবর পেয়ে স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে মহড়া দেয় ইউপি সদস্য ইয়াসিন মজুমদার।খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে বলে ওই সুত্র নিশ্চিত করেছে।বিষয়টি নিজাম উদ্দিন হাজারী এমপিকে ইউপি চেয়ারম্যান অবহিত করেছে বলে দলীয় সুত্র জানায়।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ইউনিয়নের সোনাপুর এলাকার নিজ বাড়ির সামনে থেকে ইউপি সদস্য ইয়াসিন মজুমদার সোহাগকে গ্রেফতার করে শনিবার ডাকাতি প্রস্তুতি মামলার সন্দেহজনক আসামী দেখিয়ে কারাগারে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়,এ ইউপি সদস্য ইয়াসিন মজুমদার সোহাগ শালিস বাণিজ্যসহ নানা অপরাধের সাথে জড়িত।
এছাড়া এলাকার নিজ দলীয় নেতাকর্মীসহ জনসাধরণের সাথে খুব খারাপ ব্যবহার করে আসছে এ সদস্য।এ নিয়ে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনা।
চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মদ সোহাগ জানান,বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সাথে ইয়াসিন মজুমদার সোহাগ খারাপ ব্যবহার করলে প্রতিবাদ জানান তিনি।এতে ক্ষিপ্ত হয়ে তাকে ও অন্যান্য সদস্যদের প্রান নাশের হুমকি দেয় ইয়াসিন মজুমদার ।বিষয়টি স্থানীয় জনসাধরন নিজাম উদ্দিন হাজারী এমপিকে অবহিত করেছে।
ফেনী মডেল থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,ফেনী মডেল থানায় কাজিরবাগের ইউপি সদস্য ইয়াসিন মজুমদার সোহাগের বিরুদ্বে ডাকাতির প্রস্ততিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।