শহর প্রতিনিধি-ফেনী শহরে অবৈধ পার্কিং ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা, ১৮ দোকান উচ্ছেদ ও ২টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অবৈধ পাকিং ও ফুটপাথ দখল রোধে শহরের ট্রাংক রোড, এসএসকে রোড ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ট্রাংক রোডের আব্দুস শুক্কুর, হারিস, একরামুল হক বেলাল ও মাইনুদ্দিন প্রত্যেককে ২ হাজার টাকা এবং রহমানিয়া হার্ডওয়ার, রহমানিয়া হোটেল, রাজ্জাক ফুডকে ৫ হাজার টাকা, মফিজুর রহমানের দোকানকে ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।
একই দিন এসএসকে রোডের আঁখি এন্টারপ্রাইজের মোস্তফা, সেতু ক্রোকারীজের তুহিন শীলকে ৩ হাজার টাকা করে, বিলাস সল সুজের বেলালকে ২ হাজার, বাবুল সাইকেল মার্টের তুষার ৫ হাজার, আনোয়ার স্যনিটারীকে ৫ হাজার, কৃষ্ণচন্দ্রকে ৫হাজার, বাংলা হোটেলকে ২০ হাজার, হাসপাতাল মোড়ের শহীদুল, কামাল ও জয়নালকে ৫শ টাকা করে মোট ১ হাজার ৫শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়াও অভিযানে চারটি সিএনজি চালক মো: সোহেল, শামসুল করিম, মো: রফিক ও মাহিনুদ্দিনকে ৫শ টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অভিযানে ২টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ ও হাসপাতাল মোড়ে ফুটপাথের উপর ১৩টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
একই দিন সীম ব্যবসায় প্রতরণার অভিযোগে ট্রাংক রোডের চৌধুরী প্লাজার তাসনিম টেলিকমে অভিযান চালিয়ে সীম ব্যবসায়ী মাঈন উদ্দিনকে আটক করা হয়। এসময় তাকে ৭দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
অভিযানে ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ফুটপাথ দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়। এরপর ফেনী পৌরসভা এটি নিয়ে মাইকিং করে সতর্ক করে দেয়। এসব সিদ্ধান্ত মেনে না নেয়ায় অভিযানে এসব দোকন ঘর গুড়িয়ে দেয়া হয়।