ফেনী
বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১
, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা, ১৮ দোকান উচ্ছেদ

শহর প্রতিনিধি-ফেনী শহরে অবৈধ পার্কিং ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।রবিবার  সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা, ১৮ দোকান উচ্ছেদ ও ২টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

24116437_10214418302440701_1351796506_o

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অবৈধ পাকিং ও ফুটপাথ দখল রোধে শহরের ট্রাংক রোড, এসএসকে রোড ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ট্রাংক রোডের আব্দুস শুক্কুর, হারিস, একরামুল হক বেলাল ও মাইনুদ্দিন প্রত্যেককে ২ হাজার টাকা এবং রহমানিয়া হার্ডওয়ার, রহমানিয়া হোটেল, রাজ্জাক ফুডকে ৫ হাজার টাকা, মফিজুর রহমানের দোকানকে ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।

একই দিন এসএসকে রোডের আঁখি এন্টারপ্রাইজের মোস্তফা, সেতু ক্রোকারীজের তুহিন শীলকে ৩ হাজার টাকা করে, বিলাস সল সুজের বেলালকে ২ হাজার, বাবুল সাইকেল মার্টের তুষার ৫ হাজার, আনোয়ার স্যনিটারীকে ৫ হাজার, কৃষ্ণচন্দ্রকে ৫হাজার, বাংলা হোটেলকে ২০ হাজার, হাসপাতাল মোড়ের শহীদুল, কামাল ও জয়নালকে ৫শ টাকা করে মোট ১ হাজার ৫শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

24116663_10214418300560654_288177310_o

এছাড়াও অভিযানে চারটি সিএনজি চালক মো: সোহেল, শামসুল করিম, মো: রফিক ও মাহিনুদ্দিনকে ৫শ টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অভিযানে ২টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ ও হাসপাতাল মোড়ে ফুটপাথের উপর ১৩টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
একই দিন সীম ব্যবসায় প্রতরণার অভিযোগে ট্রাংক রোডের চৌধুরী প্লাজার তাসনিম টেলিকমে অভিযান চালিয়ে সীম ব্যবসায়ী মাঈন উদ্দিনকে আটক করা হয়। এসময় তাকে ৭দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

অভিযানে ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ফুটপাথ দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়। এরপর ফেনী পৌরসভা এটি নিয়ে মাইকিং করে সতর্ক করে দেয়। এসব সিদ্ধান্ত মেনে না নেয়ায় অভিযানে এসব দোকন ঘর গুড়িয়ে দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo