শহর প্রতিনিধি-ফেনী শহরের বিরিঞ্চির মাদক সম্রাট ছরোয়ারের বাড়িতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।বুধবার এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় ছরোয়ারের কাছ থেকে ৩ পিস ইয়াবা পাওয়া যায়। আদালত তাকে ৬ (ছয়) মাসের কারাদন্ডে দন্ডিত করেন।
সে ফেনী পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, বিরিঞ্চি এলাকার মাদক ও ছিনতাই চক্রের মূল হোতা বলে এলাকাবাসী জানায়। এ ছাড়াও ধর্মপুরের বটতলার হাজী বাদশা মিয়ার বাড়ি থেকে মো: ইয়াকুবের ছেলে মো: জাহাংগীরকে (৪৫) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে ছয় (৬)মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত। এ সময় মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।