শহর প্রতিনিধিঃ আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ইন্টারন্যানশনালের যুব সংগঠন রোটার্যাক্ট’র ৫০ বছর পূর্তি গোল্ডেন জুবলী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরস্থ স্কিলোপেডিয়া আইটি সেন্টার হলরুমে কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠান পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর ডেপুটি গভর্ণর পিএজি জালাল উদ্দিন বাবলু, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র আরসিসি সাইদুল মিল্লাত মুক্তা, প্রেসিডেন্ট হানিফ মজুমদার মিন্টু, চার্টার সেক্রেটারী মহিম উদ্দিন পৃথিবী, রোটারী ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট ইঞ্জিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ, সেক্রেটারী মোহাম্মদ আবু নাছির।
এছাড়াও রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ এর সাবেক এডিআরআর শরীফুল ইসলাম অপু, ডিস্ট্রিক্ট ট্রেইনার সিপি আরাফাত উল মিল্লাত দিপুল, জোনাল প্রতিনিধি মাখজাম হায়দার মিরাজ,রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজ’র চার্টার প্রেসিডেন্ট সাইফুদ্দিন রাশেদ, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট মো. জিয়া উদ্দিন, সেক্রেটারী জসিম উদ্দিন, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট শফিউল আলম ভূঁইয়া অপু, সেক্রেটারী ফরহাদ উদ্দিন পাশা, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী কলেজের প্রেসিডেন্ট নাজমুদ্দিন জিকু, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট শহীদুল ইসলাম পাটোয়ারী, চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ ফেনী জোনের অন্যান্য রোটার্যাক্টরগণ উপস্থিত ছিলেন।