শহর প্রতিনিধি-‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি এ প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যেগে ফেনী জেলা শিল্পকলা একাডেমী ও ফ্লিম সোসাইটির ব্যবস্থাপনায় ১৬ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।কাল শুক্রবার বিকাল ৪টায় শহরের এসএসকে সড়কের জেলা শিল্পকলা একাডেমীতে এ উৎসবের উদ্বোধন করা হবে।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান জানান, ৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবে ৪২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জেনে দেশপ্রেমে উদ্বুদ্ব হওয়ার লক্ষে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের উদ্যেগে প্রতিদিন ২টি স্কুলের শিক্ষার্থী’রা উৎসব চলাকালীন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উপভোগ করবে।