শহর প্রতিনিধি-ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর ও জাতীয় লের ক্রিকেটার মোহাম্মদ সাইফ উদ্দিন। বৃহস্পতিবার সকালে শহরের এসএসকে সড়কের ফেনী ন্যাশনাল কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিনের সভাপতিত্বে ও স্টার লাইন ফুড প্রোডাক্টস লি: এর সিনিয়র মহাব্যবস্থাপক সঞ্জীব সাহা টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্ম্দ সাইফ উদ্দিন, সাইফ উদ্দিনের ব্যক্তিগত এজেন্ট প্রতিষ্ঠান গেম স্পিরিটের প্রতিনিধি শরীফুল ইসলাম অপু, ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সন্তোষ রঞ্জন নাথ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির ও মাঈন উদ্দিন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, সাবেক সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, যতন মজুমদার, ডিবিসি টিভির ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঞা, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন।
অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের পরিচালক হাজী আবু বক্কর ছিদ্দিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, যুগ্ম সম্পাদক আরিফুল আমিন রিজভী, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, চ্যানেল নাইন ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, সময় টিভির ফেনী প্রতিনিধি আতিয়ার সজল, এস এ টিভির ফেনী প্রতিনিধি মাইনুল রাসেল, নিউজ টুয়েন্টিফোরের ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতন, ীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আরিফুর রহমান, মোহনা টিভির ফেনী প্রতিনিধি দিারুল আলম, সাপ্তাহিক কলকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ, দৈনিক ফেনীর সময় সহ সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সাপ্তাহিক ফেনী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক এমরান পাটোয়ারী, অনলাইন নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান, প্রথম ফেনী সম্পাদক এমাম হোসেন এমাম, ফেনীর কথা ডটকম সম্পাদক ও দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারী, বাংলানিউজের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম, বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ, দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুক, সাপ্তাহিক নির্ভীকের নির্বাহী সম্পাদক ওমর ফারুক, ভোরের ডাক ফেনী প্রতিনিধি সমির উদ্দিনসহ ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে ক্রিকেটার সাইফ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বসেডর হিসেবে সাইফ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করে। এসময় ফেনীর তরুণ ক্রিকেটারদের উৎসাহ ও প্রশিক্ষণ দিতে সাইফকে এগিয়ে আসতে আহ্বান জানান বক্তারা।